মাগুরায় বিশ্ব বই দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : বুজরুক শ্রীকুন্ডী এম,এ,হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব বই দিবস উপলক্ষে শনিবার বিদ্যালয় মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেকায়েপ, বিএসকে, ঢাকার সহযোগিতায় বজরুক শ্রীকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড আবু বকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার দাস, সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, প্রদীপ কুমার পাল, প্রোগ্রাম কোর্ডিনেটর, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শাশি) মোঃ নজরুল ইসলাম।

উল্লেখ্য, মাগুরা উপজেলায় ৭৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ২০১৬ সালে এই উপজেলায় মোট ১৩৪৯০ জন ছাত্র-ছাত্রী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। বিশ্ব বই-দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে বইপড়ার গুরুত্ব বিষয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। বইপড়া কর্মসূচি সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষক, অভিভাবক এবং ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই