মাগুরায় প্রয়াত শিক্ষক মুরাদ ইবনে আনোয়ার স্মরণে দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের প্রথিতযশা শিক্ষক ও গ্রন্থ প্রণেতা মুরাদ ইবনে আনোয়ার স্মরণে দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেছে তার ছাত্রছাত্রী ও সহকর্মীবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ পাড়ায় এ বই বিতরণ করা হয়। প্রয়াতের সহকর্মী দুলাল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মুরাদ ইবনে আয়োরের আত্মিয়া কবি শাহান আরা মিশিসহ অন্যরা।

আয়োজকরা জানান- মাগুরার অত্যন্ত জনপ্রিয় এই ফিন্যান্স বিভাগের এই শিক্ষক ফিন্যান্স বিষয়ক বেশ কয়েকটি বইয়ের প্রনেতা। জীবদ্দশায় তিনি নিজের আয়ের একটি বড় অংশ ব্যায় করতেন দরিদ্র শিক্ষার্থীদের জন্য বই বিতরণ ও তাদের শিক্ষা সহায়তায়। এ বছর ২৮ নভেম্বর মাত্র ৪৮বছর বছসে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মরা যান। তার স্মরণে তার ছাত্রছাত্রী, সহকর্মী ও পরিবারের সদস্যরা আজ প্রায় ৩০ হাজার টাকার বই ৫৩ জন দরিদ্র ছাত্রছাত্রীর মাঝে বিতরণ করেছেন। এ ধারা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে বলে আয়োজকরা জানান।



মন্তব্য চালু নেই