মাগুরায় জিংক সমৃদ্ধ ধান নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি ॥ জিংক সমৃদ্ধ ধানের ফলন ও উপকারিতা নিয়ে গতকাল মঙ্গলবার মাঠ দিবস হয়েছে মাগুরা সদর উপজেলার রায়গ্রামে। মাঠ দিবসের প্রধান অতিথি ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা। সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান হাফিজ।

বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণের প্রশিক্ষণ বিষয়ক কর্মকর্তা সোহরাব হোসেন, কৃষিপ্রকৌশলী জয়দেব চক্রবর্তী, উপ-সহকারি কৃষিকর্মকর্তা আব্দুর রশিদ, সাংবাদিক শামীম খান ও কৃষক মোসলেম উদ্দিন। মাঠ দিবস জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ধানের উচ্চ ফলন ও উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। মাঠ দিবসে ২ শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেয়।



মন্তব্য চালু নেই