মাগুরায় জাতীয় পাট দিবস পালিত

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, মূখ্য পাট কর্মকর্তা আক্তার হোসেন, জেলা কৃষক লীগ সভাপতি মিরুল ইসলাম,পাট ব্যবসায়ী ফিরোজ মুন্সি ও কৃষক আসলাম চোপদার।

বক্তারা জানান, সোনালী আঁশ পাটের অতীত গৌরব ফিরিয়ে আনতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সচেষ্ট রয়েছে। পাটের তৈরী বিভিন্ন পণ্য ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।



মন্তব্য চালু নেই