মাগুরায় চিকিৎসা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা বিষয়ে সভা

মাগুরা প্রতিনিধি : চিকিৎসা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা বিষয়ে বুধবার কলেজ পাড়া আরডিসি কার্যালয়ে স্থানীয় জনগোষ্ঠীর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আর্টিকেল-১৯ ঢাকার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট কনসার্ন (আরডিসি) এ সভার আয়োজন করে। সভায় আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা শাখার চেয়ারম্যান নাজমা পারভীন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্রাকের সমন্বয় কারী রোকেয়া বেগম, প্রভাষক তানভীর রহমান উজ্জল, এ্যাড: ওয়াজেদা সিদ্দিকী, কাউন্সিলর আবু রেজা এহিয়া নান্টু, মহিলা কাউন্সিলর মনিরা খাতুন প্রমুখ সভায় প্রত্যেক বক্তা চিকিৎসা বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তাছাড়া এই চিকিৎসা বর্জ্য যেখানে সেখানে ফেলার ফলে পানির উৎসে ব্যাপকভাবে দূষণ হচ্ছে বলে আলোচনা করেন। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কাছে দূরত্ব ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান।

অনুষ্ঠানে অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী সহ সুধিজন অংশ নেয়।



মন্তব্য চালু নেই