মাগুরায় চাঞ্চল্যকর আজিজার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামের চাঞ্চল্যকর আজিজার হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন মাগুরার অতিরিক্ত দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন। মঙ্গলবার আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা কারা হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ১৭ মার্চ দুপুরে তেলিপুকুর গ্রামের মসজিদে জুময়ার নামাজ শেষে আজিজার, লুৎফুর খবির ও আবু সাইদ নামের ৩ ভাই বাড়ি যাচ্ছিল। এ সময় আসামীরা বল্মম ও ছ্যান দা দিয়া কুপিয়ে আজিজারকে মারাত্মক আহত করে । আজিজারকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে ওই দিনই বিকাল ৫ টায় আজিজার হাসপাতালে মৃত্যুবরণ কারেন। এঘটনায় আজিজারের ভাই লুৎফুর খবির মহম্মদপুর থানায় তেলিপুকুর গ্রামের ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের কারে। পুুুলিশ তদন্ত শেষে সবার বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। আসামী পক্ষে আইনজীবী রোকনুরজ্জামান খান এবং রাষ্ট্রপক্ষের কৌশলী হরুন অর রশীদ মামলা পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হল সৈয়দ রোস্তম আলী, হাবিবুর রহমান, মোঃ ইদ্রিস, সৈয়দ রাজা মিয়া ও সাইফার রহমান।



মন্তব্য চালু নেই