মাগুরার শ্রীপুরে বিনা মুল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মাগুরা প্রতিনিধি : বুধবার মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় ২’শ ৪০ জন কৃষকের মাঝে খরিপ- ২০১৭-১৮ মৌসুমে আউশ উৎপাদনে প্রনোদনা কর্মসুচীর আওতায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ১’শ ৬০ জনকে মাথাপিছু ৫ কেজি হারে উফশি ও ৮০ জনকে ১০ কেজি হারে নেরিকা জাতের ধান বীজ ও ২’শ ৪০ জনের প্রত্যেককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফৌজিয়া আক্তার, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম।



মন্তব্য চালু নেই