মাগুরার শ্রীপুরের গোয়ালদহ প্রাথমিক বিদ্যালয়ে ৩দিন ব্যাপি ব্যতিক্রমী আয়োজন

শ্রাবণ, মাগুরা থেকে: শত অসুবিধা থাকা সত্বেও শুধুমাত্র স্থানীয়দের ঐকান্তিক প্রচেষ্টা আর শিক্ষক মন্ডলীর কঠোর পরিশ্রমে মাগুরার শ্রীপুরে উপজেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন এ অঞ্চলের মানসম্মত প্রাথমিক শিক্ষার একটি মডেল হিসেবে জায়গা করে নিয়েছে। মাগুরা জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এ বিদ্যালয়টি ইতিমধ্যে স্থানীয় গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে সাফল্যের স্বীকৃতি পেয়েছে । গত ২০১৫ ও ২০১৬ সালে পরপর দ’ুবার এ বিদ্যালয়ের মেয়েদের দল বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খুলনায় বিভাগীয় পর্যায়ে রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। এখানকার মেয়ের গত মৌসুমে দেশাত্মবোধক জারীগান ও দলীয় আঞ্চলিক নৃত্যে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। একইভাবে লেখাপড়াও তারা কৃতিত্বের স্বাক্ষর রেখে শতভাগ পাশ ও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশন করা নাটক বিটিভিসহ বিভিন্ন চ্যানেলে প্রচার পেয়েছে। একারণে প্রত্যন্ত গ্রামের এ বিদ্যালয়টি এখন এ অঞ্চলের লেখাপড়ার ও সহপাঠ সুকুমার বৃত্তি চর্চার উদাহরণ হিসেবে দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব তথ্য জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি । নানা আয়োজনে এ অনুষ্ঠান চলবে সোমবার পর্যন্ত। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ অমরেন্দ্রনাথ দেউড়ীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, স্থানীয় শিক্ষাবিদ অমল কৃষ্ণ বিশ্বাস, জীবন কুমার মন্ডল, প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন। ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করবে। এ অনুষ্ঠানকে ঘিরে ওই অঞ্চলে উৎসবের আমেজ দেখা দিয়েছে।



মন্তব্য চালু নেই