মহিষের ব্রেকফাস্ট মেনু ১০০ আপেল, ২০ লিটার দুধ

মহিষটির নাম যুবরাজ। বলা হয়ে থাকে এটি পৃথিবীর সবচে’ দামী মহিষ। ভারতের হরিয়ানার এই মহিষের দাম ল্যাম্বরগিনি, ফেরারি, মার্সিডিস গাড়ির চাইতেও বেশি দাম। ৭ কোটি টাকা।

হায়দরাবাদের মহিষ উৎসবে প্রথম নজরে আসে যুবরাজ। এখন সবার কাছেই পরিচিত এই মহিষ। অবশ্য লাইমলাইটে থাকার একটি কারণ যুবরাজের ডায়েট চার্ট।

১৬০০ কেজি ওজনের যুবরাজের সকালের ব্রেক ফাস্টেথোকে: ১০০টি আপেল, ২০ লিটার দুধ, ১৫ কেজি ভুষি। শীতকালে মদ্যপানও করানো হয় যুবরাজকে। আর যুবরাজের যত্নেরও কোনো শেষ নেই। প্রতিদিন নিয়ম করে অয়েল ম্যাসাজ করা হয় যুবরাজকে।

মাসে ৪ বার চুলও কাটিয়ে দেয়া হয়। ১০ জন লোক রয়েছেন কেবল যুবরাজের দেখাশোনা করার জন্য। প্রতিদিন মহিষটির পেছনে খরচ হয় ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা।

প্রতিবছর যুবরাজের দুধ বিক্রি করে অন্তত ১ কোটি টাকা আয় করেন যুবরাজের মালিক।



মন্তব্য চালু নেই