মহিলার স্তন জাপটে ধরলে, চাকরি থেকে বরখাস্ত করা যায় না : আদালত

জার্মানির এক আদালত সম্প্রতি রায় দিয়েছে, কর্মক্ষেত্রে কোনও মহিলা কর্মচারীর স্তন যদি কোনও পুরুষ কর্মী জাপটে ধরেন, তাহলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা যায় না।

জার্মানির এক গ্যারেজের মিস্ত্রি, সেখানকারই এক সাফাইকর্মীর স্তন জাপটে ধরেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর, সেই মেকানিকের চাকরি চলে যায়। আদালতের এই রায়ের পর ৩৭ বছর বয়সি সেই মিস্ত্রিকে ফের কাজে পুর্নবহাল করতে হবে গ্যারেজ মালিককে।

২০১২ সালে ক্ষণিকের পাগলামির জন্যে, সেই মিস্ত্রি ২৬বছর বয়সি এক মহিলা সাফাইকর্মীর স্তন জাপটে ধরেন। পরে তাঁর কাছে ক্ষমা চেয়ে নিয়ে, জরিমানা বাবদ তাঁকে টাকাও দেন সেই মিস্ত্রি। কিন্তু অবশেষে তাঁকে চাকরি খোয়াতে হয়।

বিচারক আজ তাঁর রায় বলেছেন, এক্ষেত্রে পরিস্থিতি বিচার করে তবেই, একজনকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত্। তবে এই রায়ের পরিপ্রেক্ষিতে গ্যারেজ মালিক বলেছেন, তাঁরা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের লেইপজিগের এক শ্রমিক আদালতে মামলা দায়ের করবেন।



মন্তব্য চালু নেই