‘মহাসড়কে অবৈধ বিলবোর্ড-স্থাপনা উচ্ছেদে ১ জানুয়ারি থেকে অভিযান’

নতুন বছরের শুরুর দিন ১ জানুয়ারি থেকে দেশব্যাপী মহাসড়কে অবৈধ বিলবোর্ড এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘মহাসড়কে যেসব অবৈধ বিলবোর্ড ও অবৈধ স্থাপনা রয়েছে ১ জানুয়ারি থেকে সারা দেশে অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হবে। একইসঙ্গে ফুটপাতও দখলমুক্ত করা হবে।’

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এ সময় তিনি ঘোষণা দেন, ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম মহানগরীতে মিটারে চলাচল করবে সিএনজিচালিত অটোরিকশা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পয়লা জানুয়ারি থেকে চট্টগ্রামে মিটারে সিএনজি অটোরিকশা চলাচল করার কথা থাকলেও লোকবলসহ অন্যান্য সীমাবদ্ধতায় নজরদারি সমস্যা থাকার কারণে একমাস সময় বাড়ানো হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নানা সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য একমাস সময় বাড়িয়েছি। মিটারসহ বিভিন্ন বিষয় ব্যবস্থাপনা করতে হয় ঢাকা থেকেই। সেজন্যই মূলত সময় বাড়ানো হলো।’

১ জানুয়ারি থেকে সব পরিবহন ডিজিটাল নম্বরপ্লেটে চলাচল করার কথা থাকলেও এর সময়সীমা আরো তিন মাস বাড়ানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিআরটিএ যেসব পরিবহনের নম্বর দেয়, তা সংগ্রহের সময়সীমা ছিল ডিসেম্বর পর্যন্ত। জনসাধারণের সুবিধার্থে এই সময়সীমা তিন মাস বাড়িয়ে এখন ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।’ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।



মন্তব্য চালু নেই