মহাসড়কের নিরাপত্তায় নিরস্ত্র আনসার

মহাসড়কে মানুষের যানমালের নিরাপত্তা রক্ষায় গাজীপুরের পাঁচটি পয়েন্টে প্রারম্ভিকভাবে ৬০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা বিধানের জন্য তাদের হাতে কোনো অস্ত্র ছিল না।
শুক্রবার বিকেল ৪টা থেকে তারা ইউনিফর্ম পরে হাতে লাঠি, বাঁশি ও হেলমেট নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন।

আনসার ভিডিপির গাজীপুর জেলা কমান্ডেন্ট মীর আলমগীর হোসেন জানান, শুক্রবার ২টার দিকে আনসার ভিডিপি সদর দপ্তর থেকে নির্দেশ পেয়ে প্রারম্ভিকভাবে ৬০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এসব আনসার সদস্যরা গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড়, কোনাবাড়ি, বোর্ডবাজার, চন্দ্রা মোড় ও শ্রীপুরের মাওনা-চৌরাস্তা এলাকার পাঁচটি পয়েন্টে দায়িত্ব পালন করবেন।

Ansar-2তিনি জানান, তারা দিনরাত তিন শিফটে দায়িত্ব পালন করবেন। প্রতি পয়েন্টে প্রতি শিফটে ১২ জন করে ডিউটি করবেন। তবে তাদের কোনো অস্ত্র দেয়া হয়নি। শুধু লাঠি, বাঁশি, হেলমেট আর বুট পরে তারা ডিউটি শুরু করেছেন। পরবর্তীতে প্রয়োজন অনুসারে আনসারের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই