মহাকাশ থেকে নাসার মহাকাশচারীর অত্যাশ্চার্য ছবি প্রকাশ (ভিডিও)

নাসার মহাকাশচারী টেরি ভারটিস মহাকাশ থেকে তোলা রাতের আকাশের অসাধারণ কিছু ছবি প্রকাশ করেছেন। কিছুদিন আগে ভারতের কিছু অসাধারণ ছবিও প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক স্পেস স্টেশনের কমান্ডার ভারটিস নিয়মিতই তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করে যাচ্ছেন মহাকাশের ছবি। সাম্প্রতিককালে ভারটিস দুটি ভিডিও ধারণ করেছেন যাতে, উত্তর ও দক্ষিণ গোলার্ধের চৌম্বক মেরুর কাছাকাছি আকাশের অপূর্ব আলোকচ্ছটার দৃশ্য উঠে এসেছে।

ভারটিস তার টুইটারে লিখেন, “লাল পারমাণবিক অক্সিজেন ও নীল আয়োনিত নাইট্রোজেনের সমন্বয়ে উৎপাদিত রক্তবর্ণ উষা উপভোগ করুন।”

Watch for the awesome high altitude purple plume #aurora ray created from red atomic oxygen + blue ionized nitrogen. pic.twitter.com/H5mrOZiCGC— Terry W. Virts (@AstroTerry) May 24, 2015



মন্তব্য চালু নেই