মহাকাশে দেখা গেল রহস্যময় খেলা!

ঝড়-বৃষ্টির মাঝে আকাশে বিজলির দেখা খুব সাধারণ ব্যাপার। সামান্য বৃষ্টিতের দেখা যায় বিদ্যুত চমকাচ্ছে। কিন্তু, মহাকাশে সেই বিদ্যুতের খেলা দেখতে ঠিক কেমন লাগে? অসামান্য এক ভিডিওতে ধরা দিল সেই ছবি।

আন্তর্জাতিক মহাকাশ গবেষণাকেন্দ্র (ISS)-এর একজন মহাকাশচারী টিম পেক। ISS থেকে বিদ্যুত চমকানোর ভিডিওটি তুলেছেন তিনি নিজেই। ভিডিওটি তোলা হয়েছেউত্তর আফ্রিকার উপর ও তুরস্ক থেকে রাশিয়া যাওয়ার সময়।

ভিডিওটির দৈর্ঘ্য বেশি নয়। মাত্র ৩৪ সেকেন্ড। টুইটারে ভিডিওটি শেয়ার করে টিম পেক লিখেছেন, অবাক কাণ্ড! এত কম সময়ে আমাদের পৃথিবীতে কী করে এত বিদ্যুত্ চমকাতে পারে!

ভিডিওটি টুইটারে শেয়ার করার সঙ্গে সঙ্গেই একের পর এক লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা।



মন্তব্য চালু নেই