মহাকাশে ঘর বানিয়েছে নাসা

সব সময়ই নতুন নতুন আবিষ্কার করে বিশ্বের মানুষকে চমকে দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার তারা আরো অবাক করা এক নতুন কাজ করে ফেলেছে। পৃথিবীর বাইরে বসবাস যোগ্য অবস্থা তৈরিতে বেশ সফল হয়েছেন নাসার বিজ্ঞানীরা। মহাকাশে একটি ছোট্ট ঘর বানিয়ে তাতে অক্সিজেন সমৃদ্ধ বাতাস ভরতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। এটা ছিল একটা প্রাথমিক গবেষণা।

ওই গবেষণার প্রাথমিক পর্যায়ে সফলতার পর আরো বড় আকারের কিছু করতে চাইছে নাসা। ছোট ওই ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৩ ফুট ও ১০ দশমিক ৫ ফুট। অর্থাৎ এর আকার একটি বেডরুমের মত। এতে এয়ার ট্যাঙ্ক দিয়ে বাতাস ভরা হয়েছে। মোট কাজটি সম্পূর্ণ করতে নাসার বিজ্ঞানীদের সময় লেগেছে তিন দিন।

প্রথমে ঘরের মতো আকৃতির বস্তুটিকে মহাকাশে প্রতিস্থাপন করেন বিজ্ঞানীরা। এরপরে সেটিকে হাওয়া দিয়ে ফুলিয়ে ঘরের আকার দেয়া হয়। একটি বেসরকারি এরোস্পেস কোম্পানির সাহায্যে মহাকাশে এই বসবাসযোগ্য ঘরটি বানিয়েছে নাসা। চাঁদ বা মঙ্গল অভিযানে গিয়ে এই ঘরটিকে মহাকাশে হোটেলের মতো ব্যবহার করতে পারবেন মহাকাশচারীরা।



মন্তব্য চালু নেই