মসুলের প্রধান সরকারি ভবন পুনর্দখল করেছে ইরাকি বাহিনী

ইরাকের মসুল শহরের প্রধান সরকারি ভবন পুনর্দখল করেছে ইরাকি বাহিনী। শহরটি থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে হঠাতে এখনো লড়াই করছে সেনারা। খবর বিবিসির।

মসুল পুনর্দখলের জন্য পশ্চিমাঞ্চলে বড় ধরনের অভিযান শুরু করেছে ইরাকি সেনারা। এই লড়াইয়ে ইরাকি বাহিনীকে সহায়তা করছে মার্কিন সেনারা।

দু’পক্ষের লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ নাগরিকরা। প্রতিদিনই হাজার হাজার নাগরিকরা শহর ছেড়ে পালাচ্ছে।

আইএসের সর্বশেষ ঘাঁটি ছিল ইরাকের মসুল শহরটি। এর আগে জানুয়ারিতে শহরের পূর্বদিক পুনর্দখল করে নেয় সেনাবাহিনী।



মন্তব্য চালু নেই