মশা কারও রক্ত খাই না! জেনে নিন মশা সম্পর্কে কিছু অবাক করা তথ্য

এই গরমের আর একটি বিরক্তির নাম হল মশা। রাতের বালা কারেন্ট চলে গেলেই শুরু হয়ে যায় মশাদের অবাধ বিচরণ। কিন্তু এই মশা সম্পর্কে আপনার কতটুকু জানা আছে? আজকে আপনাদের সাথে মশা সম্পর্কে কিছু অজানা তথ্য শেয়ার করবো।

• পৃথিবীতে মোট ৩০০০ এরও বেশি প্রজাতির মশা আছে।

• একটি মশার ওজন হতে পারে ২.৫ মিলিগ্রাম অর্থাৎ ০.০০২৫ গ্রাম।

• একটি মশার উড়ার গতিবেগ হলো ঘণ্টায় ১ থেকে ১.৫ মাইল।

• একটি মশা প্রতি সেকেন্ডে ৩০০-৬০০ বার পাখা নাড়ে!! এদের গুনগুন আওয়াজটা আসলে দ্রুতবেগে পাখা নাড়ার আওয়াজ।

• মশার ৪৭ খানা দাঁত আছে।

• মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না!! মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পারে!! মশার আসল খাদ্য হলে গাছের রস।

• মশার আয়ুকাল প্রজাতিবেধে ৫-৬ মাস পর্যন্ত হয়ে থাকে।

• মশা একসাথে ১০০-৩০০ পর্যন্ত ডিম পারে!! জীবদশায় একটি স্ত্রী মশা ১০০০-৩০০০ ডিম দেয়।



মন্তব্য চালু নেই