মমিনুলের সামনে ইতিহাস গড়ার হাতছানি

বাংলাদেশের অন্যতম ধৈর্যশীল টেস্ট ব্যাটসম্যান। ইতিমধ্যে তিনি নয় টেস্ট ও এক ইনিংস খেলেছেন। সেঞ্চুরি করেছেন তিনটি। আর হাফ সেঞ্চুরি করেছেন ছয়টি। টেস্টে তার মোট রান ৯৩০।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মমিনুল ৫৩ রান করেন। বাংলাদেশ অলআউট হয় ২৫৪ রানে। দ্বিতীয় ইনিংসে মমিনুল ৭০ রান করতে পারলেই হয়ে যাবেন ইতিহাসের নবম ব্যাটসম্যান হিসেবে প্রথম ১০ টেস্ট এ ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ক্রিকেটার। নয় টেস্ট ও এক ইনিংসে চট্টগ্রাম বিভাগের এই ক্রিকেটারের মোট রান এখন ৯৩০। ১০ টেস্ট হতে আরো এক ইনিংস বাকি আছে। পাশাপাশি তার সামনে সুযোগ রয়েছে ইতিহাস গড়ারও।

তা ছাড়া টেস্টে কমপক্ষে ১৫ ইনিংস ব্যাট করা এমন ব্যাটসম্যানদের গড়ের তালিকায় ঠান্ডা মাথার বাংলাদেশি এই খেলোয়াড় রয়েছেন চার নম্বরে। এই তালিকায় শীর্ষে রয়েছেন স্যার ডন ব্র্যাড ম্যান। তার গড় ৯৯.৯৪। এরপর রয়েছেন নিউজিল্যান্ডের স্টিউ ডেম্পস্টার। তার গড় ৬৫.৭২। ৬২.৬৪ গড় নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মমিনুল হক।



মন্তব্য চালু নেই