মমতার তৃণমূলে ভাঙন!

সারদা কেলেঙ্কারি, জঙ্গি সংশ্লিষ্টতা এসব নিয়ে দারুণ অস্বস্বিতে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে তলব করেছে সিবিআই।

এরমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় হানা দিয়েছে বিজেপি। বড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ছেলেকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

বিজেপিতে যোগ দিয়ে মঞ্জুলকৃষ্ণের অভিযোগ, নীতিবিরুদ্ধ কাজ করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা থেকে শুরু করে তৃণমূলের যা অবস্থা, সেখানে ভালো মানুষের জায়গা নেই। রাস্তা দিয়ে চলতে গেলে মানুষের টিটকারি শুনতে হয়।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মন্ত্রী হিসেবে উদ্বাস্তু দপ্তরে কাজ করতে পারছিলেন না বলেও অভিযোগ করেন পদত্যাগী মন্ত্রী।

দাদা কপিলকৃষ্ণ ঠাকুরের মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ করে, ঘটনার সিবিআই তদন্তও দাবি করেছেন মঞ্জুলকৃষ্ণ।



মন্তব্য চালু নেই