মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে মামলা খারিজ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ মামলাটি খারিজ করে দেন।

গত ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম মানহানি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আজ ১৪ নভেম্বর দিন ধার্য করেছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৭ নভেম্বর মন্ত্রী ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার হরিপুর ও গোকর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মুক্তাদির চৌধুরী ৭৫ লাখ এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ৪০ লাখ টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন বলেও উল্লেখ করেন।

মন্ত্রীর এ ধরনের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় তার মানহানি হয়েছে বলে আদালতে মামলার আবেদন করেন।



মন্তব্য চালু নেই