মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন বাবা রামদেব

ভারতের আলোচিত যোগ গুরু বাবা রামদেবের সম্মান রাষ্ট্রের কল্যাণে এবার আরো উঁচুতে উঠে গেল। পূর্ণাঙ্গ মন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে তাকে।

রামদেব হরিয়ানা রাজ্যের একজন মন্ত্রীর মতো বাঙলো ও সমপরিমাণ সম্মানি পাবেন। হরিয়ানা রাজ্য সরকার সোমবার এ ঘোষণা দিয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ সোমবার এক টুইটে জানিয়েছেন, ‘যোগ ব্যায়াম ও আয়ুর্বেদিক চিকিৎসার উন্নয়নে ভূমিকা রাখায় বাবা রামদেবকে হরিয়ানায় বিজেপির দূত করা হয়। এবার তাকে এই রাজ্যে মন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে।’

রামদেবকে খুশি করাতে বিজেপির নানা প্রচেষ্টার সমালোচনা করে কয়েক দিন আগে সোচ্চার হয়েছিল কংগ্রেস। এরপর হরিয়ানার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে মন্ত্রীর মর্যাদা দেওয়ার ঘোষণা দেওয়া হলো।

মন্ত্রীর মর্যাদা পাওয়ার পর বাবা রামদেব আয়ুর্বেদিক চিকিৎসার উন্নয়নে নির্মাণাধীন একটি বহুতল ভবনের দেখভাল করবেন। এ ছাড়া কয়েক শ একর জমিতে ভেষজ বন তৈরি হবে তারই তত্ত্বাবধানে।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।



মন্তব্য চালু নেই