মনোনয়ন বাতিল ৮৬৪ প্রার্থীর

আসন্ন ২৩৪ পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদ মিলিয়ে মোট ১৩ হাজার ৫০৪টি মনোনয়নপত্র জমা পড়ে নির্বাচন কমিশনে (ইসি)। এর মধ্যে ইসি মনোনয়ন বাতিল করেছে ৮৬৪ প্রার্থীর।

সোমবার ইসি পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এস এম আসাদুজ্জামান জানান, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদ মিলিয়ে মোট ১৩ হাজার ৫০৪টি মনোনয়নপত্র জমা পড়ে। যেখানে মেয়র পদে এক হাজার ৯৬ প্রার্থীর মধ্যে মনোনয়ন বাতিল হয় ১৩৬টি। আর সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা পড়ে ২৬৬৮টি, বাতিল হয় ১৫৬টি। অন্যদিকে সাধারণ কাউন্সিলর পদে ৯৭৪টি আবেদনের পরিপ্রেক্ষিতে ৫৭২টি মনোনয়ন বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের বিধান অনুযায়ী মনোনয়নপত্র বাতিলের প্রার্থীরা তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হবে ১৩ ডিসেম্বর।



মন্তব্য চালু নেই