মধ্যবর্তী নির্বাচন না দিয়ে উপায় নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকার বুঝতে পেরেছে, মধ্যবর্তী নির্বাচন না দিয়ে উপায় নেই। কিন্তু মধ্যবর্তী নির্বাচনে বিএনপি অংশ নিলে আওয়ামী লীগের সর্বনাশ হবে জেনে সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়ার চিন্তা করছে।’

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী তাঁতীদ আয়োজিত ইফতারপূর্ব এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনে বিএনপির নেতারা যেন অংশ নিতে না পারে সেজন্য সরকার বিএনপি নেতাদের কমপক্ষে ২ বছরের সাজা দেয়ার কথা ভাবছে।’

প্রচলিত আইনে নয়, ট্রাইব্যুনালেই সরকার বিএনপি নেতাকর্মীদের মামলার বিচার করছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘বিএনপির বিরুদ্ধে সরকার যত যড়যন্ত্রই করুক না কেন, কোনো কিছুতেই কাজ হবে না।’

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে দলের নেতাকর্মীরা মাঠে নামবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন- এনপিপির চেয়ারম্যান ড. ফরহাদুজ্জামান ফরিদ, সংগঠনের সাধারণ সম্পাদকসহ আরো অনেকে।



মন্তব্য চালু নেই