মদনে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : ’শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে।

সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে মঙ্গলবার সকাল থেকে উপজেলার ৮ টি ইউনিয়নে এ কর্মসূচি শুরু হয়। নির্বাহী অফিসার মোঃ খুরশীদ শাহরিয়র চানগাঁও ইউনিয়নে আলম বাজারে খাদ্য বান্ধব কর্মসূচি কার্ড শুভ উদ্বোধনের মাধ্যমে মদন উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি আনুষ্ঠানিক ভাবে শুরু করেন। এ সময় খাদ্য পরিদর্শক মোঃ রেজাউল করিম,উপজেলা সাংগঠনিক সম্পাদ মোঃ রহুল আমিন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বলাল হোসেন,ঠিকাদার মোঃ আল আমিনসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খুরশীদ শাহরিয়র জানান,খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মদনে সবত্র একযুগে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। এ জন্য ১৬ জন ডিলার নিয়োগ করা হয়েছে। এ উপজেলার ৮ টি ইউনিয়নে ৪ হাজার,৩শ ৪৩ জন সুবিদাভোগীর মাঝে মাসে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে। এ সুবিদা বৎসরে ৫ মাস পাবে ।



মন্তব্য চালু নেই