মদনে পাওনা টাকা চাওয়ায় ১ কৃষককে হত্যার চেষ্টা

মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া গ্রামে রোববার দুপুরে পাওনা টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে কৃষক বাচ্চু মিয়া(৫০) কে কিরিচ দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে কর্জাদার একই গ্রামের রাজনসহ আরো ৩জন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, খাগুরিয়া গ্রামের রাজন মিয়া গত ৩মাস আগে বাচ্চু মিয়ার ছোট ভাই মোখলেছের কাছ থেকে ২৮ হাজার টাকা হাওলাত নেয়। এই টাকা যথাসময়ে পরিশোধ না করায় দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে রোববার দুপুরে বাচ্চু মিয়াকে বড়খাগুরিয়া চান মিয়া ডাক্তারের বাড়ির সামনে পেয়ে রাজন, রিটন, এরশাদ, হুমায়ুন কিরিচ দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যার চেষ্টা চালায়। এ সময় বাবাকে বাঁচাতে গেলে ছেলে লাট মিয়া(১৬) কে ও আঘাত করে বখাটেরা। এলাকাবাসী দ্রুত বাচ্চু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং ছেলে লাট মিয়াকে মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ ব্যাপারে মদন থানার ওসি মোঃ মাজেদুর রহমান জানান, এলাকার পরিস্থিতি শান্ত রাখার লক্ষ্যে ঘাতক রাজনের মা আসমা আক্তার ও বোন রিক্তা আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।



মন্তব্য চালু নেই