মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, দমকল কর্মী অসুস্থ

রাজধানীর মতিঝিলের দিলকুশায় পেপসি টাওয়ার নামে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ১০টি ইউনিট কাজ করছে।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ৭ তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। আড়াই ঘণ্টার বেশি সময় চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে দমকল বাহিনী জানায়।

এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন জানায়, কোথায় আগুন লেগেছে তা নিশ্চিত হতে বেশ সময় পেরিয়ে গেছে। প্রথম দিকে শুধু ধোঁয়া দেখা যাচ্ছিল। দ্বিতীয় তলায় আগুন লেগেছে তা নিশ্চিত হওয়ার পর এখন দমকল বাহিনী কাজ শুরু করেছে।

ভবনটিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয় রয়েছে।



মন্তব্য চালু নেই