মডেল কন্যার বিরুদ্ধে অর্থপাচার মামলা, প্রমাণ মিলেছে

পাকিস্তানি মডেল কন্যা আয়ান আলীর বিরুদ্ধে অর্থপাচারের নতুন প্রমাণ পেয়েছে দেশটির রাজস্ব গোয়েন্দারা। এমন খবরই দিয়েছেন এক্সপ্রেস ট্রিবিউন।

এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, ওই মডেলের বিরুদ্ধে অর্থপাচারের নতুন প্রমাণ মিলিছে। এর ফলে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তও এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আয়ানা আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার বহু প্রমাণ সংগ্রহ করেছে। এর ফলে এই অর্থপাচারের পেছনে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, তদন্ত সংস্থা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে। এর ফলে কারা আয়ানের অর্থপাচারের পেছনে জড়িত তাদেরও চিহ্নিত করা সম্ভব হবে।

ওই সূত্রগুলো জানিয়েছে, তদন্তে দেখা গেছে আয়ান মূলত গুজার খান নামের এক ব্যক্তির অধীনে থাকেন। করাচির অভিজাত এলাকায় বিলাসবহুল এক বাড়ির মালিক আয়ান। কিন্তু এ বাড়ি কেনার অর্থের উৎস সম্পর্কে কিছুই জানাতে পারেন নি তিনি। এ ছাড়া বিদেশে তার ৩৪ বার ভ্রমণের কারণ সম্পর্কেও নির্দিষ্ট কিছুই জানাতে পারেন নি।



মন্তব্য চালু নেই