‘মক্কার দিকে’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইয়েমেনের শিয়া বিদ্রোহীরা মক্কার দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে অভিযোগ করেছে সৌদি আরব। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মক্কার ৬৫ কিলোমিটার দূরেই ধ্বংস করে দেয়া হয় বলে দাবি করছে সৌদি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এই খবর জানিয়েছে।

তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করছে তারা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সৌদি আরবের অনেক ভেতরে এক আন্তর্জাতিক বিমান বন্দর লক্ষ্য করে।

সৌদিরা সোশ্যাল মিডিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। অনেকে হুথিদের ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছে।

সৌদি সামরিক সূত্রগুলো বলছে, গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশ থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

সৌদি আরব সাধারণত তাদের মার্কিন নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলার মোকাবেলা করে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে আছে সাবেক সোভিয়েত নির্মিত স্কাড ক্ষেপণাস্ত্র।

হুথি বিদ্রোহীরা দাবি করছে তারা জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর লক্ষ্য করে একটি ভলকানো-ওয়ান ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছিল। তথ্যসূত্র : বিবিসি।



মন্তব্য চালু নেই