ভয়াবহ ভূমিকম্পে নেপালে নিহত ৪৪৯

নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালের ওই ভয়াবহ ওই ভূমিকম্পে দেশটির কাঠমান্ডু, পোখরাসহ বেশ কিছু এলাকায় অসংখ্য ভবন ধসে গেছে বলে খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

এদিকে সিএনএনের নেপাল প্রতিনিধি মনীষ শ্রেষ্ঠ হাসপাতালে অসংখ্য হতাহত মানুষকে দেখেছেন বলে জানিয়েছেন। ভূমিকম্পে তিনিও আহত হয়েছেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শনিবার সকালে নেপালের পোখরা থেকে ৮০ কিলোমিটার পূর্বে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩১ কিলোমিটার গভীরে।

এদিকে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে পাশের ভারত ও বাংলাদেশে। ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির উত্তরাঞ্চলের কলকাতা, লাখনৌ, রাঁচি, জয়পুর, গোহাটি, উত্তরপ্রদেশসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে।

সূত্র : সিএনএন, রয়টার্স/আলজাজিরা/এনডিটিভি।



মন্তব্য চালু নেই