ভয়াবহ অগ্নিকান্ডে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অর্ধশতাধিক ঘর বাড়ি পুড়ে ছাই

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ভয়াবহ অগ্নিকান্ডে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অর্ধশতাধিক ঘর-বাড়ি পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের সাটিয়া নামক গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই ওই আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। পরে পীরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে অগ্নিকান্ডের ফলে ওই এলাকার ২০টি পরিবারের প্রায় অর্ধশতাধিক ঘর-বাড়ি, গরু- ছাগলসহ বাড়ির অসংখ্য মালামালপুড়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান,শনিবার(৯/৪/১৬ইং) সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৩০কেজি চাল ও দুই হাজার টাকা করে দেওয়া হবে।



মন্তব্য চালু নেই