ভ্যাটবিরোধী আন্দোলন নজিরবিহীন দৃষ্টান্ত : কাদের

ভ্যাটবিরোধী আন্দোলনে গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ না করে তরুণরা যে দৃষ্টান্ত সৃষ্টি করেছে তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন ও গণমাধ্যম শীর্ষক দুদিনব্যাপী কর্মশালার সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের আন্দোলনকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। দেশের তরুণরা সব সময় শৃ্ঙ্খলভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাকে সুরক্ষা, দারিদ্র রোধ এবং জঙ্গীবাদকে প্রতিহত করতে দেশবাসীকে এক হয়ে কাজ করতে হবে।

সেতু মন্ত্রী বলেন, ৪০ বছরের ইতিহাসে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত দক্ষ প্রশাসক আর তৈরি হয়নি। এতো অর্থ্যনৈতিক টানাপড়েন সত্ত্বেও বাংলাদেশের সবক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।



মন্তব্য চালু নেই