ভোলায় পুলিশের তাড়া খেয়ে পুকুরে পরে কৃষকের মৃত্যু

ভোলায় পুলিশের তাড়া খেয়ে পুকুরে পরে মারা গেছেন জামাল হোসেন (৪৫) নামে এক কৃষক ।
সোমবার সকাল প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর স্থানীয় জনগণ হান্নান নামে এক কনস্টেবলকে গণপিটুনি দেয় ও ভোলা-ভেলুমিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
নিহত জামালের বাড়ী সদর উপজেলার ভেদুদিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে।

স্থানীয়রা জানায়, ভোলা- ভেদুরিয়া সড়কের বিভিন্ন স্থানে ধান শুকাতে দেয় জামালসহ স্থানীয় কয়েকজন কৃষক। এসময় কনস্টেবল হান্নান ও মাঈনুল এসে তাদের ধান শুকাতে বাধা দেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাক-বিতর্ক হয়। একপর্যায়ে পুলিশের লাঠিচার্জের ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন জামাল। এসময় পুলিশ তাকে ধাওয়া করলে পাশের পুকুরে পড়ে যান তিনি।

পরে জামালকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

এদিকে, জামালের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়ক অবরোধ করে ও কনস্টেবল হান্নানকে গণপিটুনি দেয়।

ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফোরকান জানান, পুলিশের ভয়ে দৌড়ে পালানোর সময় পুকুরে পড়ে মারা যান জামাল হোসেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, পুলিশ পুরো ঘটনা তদন্ত চলছে।



মন্তব্য চালু নেই