ভোলায় ওয়াটার ট্রিটমেন্ট কিট ব্যাবহার সংক্রান্ত দিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত

ভোলায় ওয়াটার ট্রিটমেন্ট কিট ব্যাবহার সংক্রান্ত দিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সোমবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিট এর আয়োজনে এক্যুয়াসিওর বাংলাদেশ লিমিটেড এর কারিগরি সহায়তায় এই প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়। সকালে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম।

এসময় উপস্তিত ছিলেন ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্যমো: ফেরদৌস আহমেদ,বিডিআরসি এর জুনিয়ার সহকারী পরিচালক মো: জাহাঙ্গির,ইউনিট অফিসার মাহাবুবুর রহমান মিলন, এক্যুয়াসিওর বাংলাদেশ এর টেকনিক্যাল ম্যানেজার মকবুল হোসেন,যুব প্রধান পপি আক্তার,যুব প্রধান-১ আদিল হোসেন তপু তালুকদার সহ আরো অনেকে।প্রশিক্ষনে ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যদের এই প্রশিক্ষন দেয়া হয়।

এই প্রশিক্ষনের মাধ্যমে ইমার্জেসিন্সি টিমের সদস্যরা দুর্যোগ কবলিত এলাকায় সাহায্য প্রধান এক্যুয়াসিওর কিট ব্যাবহার করে দুর্যোগ কবলিত মানুষদের মাঝে বিষুদ্ধ পানি সরবরাহ করা।



মন্তব্য চালু নেই