ভোলার মনপুরায় ১৪৪ ধারা জারি

ভোলার মনপুরা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাট ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ হোসেন জানান।স্থানীয় সূত্র জানায়, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মনপুরা ইউনিয়ন চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদার এবং মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য মো. আলমগীরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক দিন দ্বন্দ্ব চলছে।গত ২৭ অক্টোবর পাওনা টাকা আদায় নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়। এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে দুই পক্ষ মুখোমুখি অবস্থা নিলে শনিবার সকাল থেকে রামনেওয়াজ মৎস্যঘাট ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।



মন্তব্য চালু নেই