ভোলার চরফ্যাশনে বিএনপি ও আ’লীগের চেয়ারম্যান পদে টিকেট পেলেন যারা

কামরুজ্জামান শাহীন (চরফ্যাশন) ভোলা থেকে: সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে প্রথম ধাপে ভোলার চরফ্যাশন উপজেলার ১০ ইউনিয়নের আ‘লীগের ও বিএনপির টিকেট পেলেন যারা। ২২ ফেব্রুয়ারী মনোনয়পত্র দাখিল ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে এ্ সকল ইউনিয়নে।আ‘লীগের দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির যুগ্ন মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলগীর ইউনিয়নে চেয়ারম্যানদের নামের তালিকা ঘোষণা করেছেন। চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. মোজাম্মেল হক জমাদার, বিএনপির চরমাদ্রাজ ইউনিয়ন সাধারন সম্পাদক মো.ফখর উদ্দিন শাহীন মালতিয়া, রসুলপুর ইউনিয়নে আ‘লীগের শশীভূষন থানা যুবলীগের আহবায়ক জহির পন্ডিত, বিএনপির রসুলপুর ইউনিয়ন সভাপতি মো. সালাহউদ্দিন, এওয়াজপুরে আ‘লীগের শশীভূষণ থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মো.মাহবুব আলম খোকন, বিএনপি‘র সাবেক সভাপতি মোস্তফা । চরকলমীতে আ‘লীগের মো.কাউছার মাষ্টার, বিএনপির বর্তমান চেয়ারম্যান চরকলমী ইউনিয়ন সভাপতি মো.রেজাউল করিম। জাহানপুরের আ‘লীগের সভাপতি আলহাজ্জ মো. ইউনুছ নসু মিয়া, বিএনপির জাহানপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আ. শহীদ মিয়া, চরমানিকা আ‘লীগ সভাপতি আলহাজ্ব মো. শফিউল্যাহ, বিএনপির দক্ষিণ আইচা থানা সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম ফারুক মাষ্টার। ঢালচরের আ‘লীগের সভাপতি আ, ছালাম হাওলাদার, বিএনপির ঢালচর ইউনিয়ন যুগ্ন সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন। মুজিবনগর আ‘লীগের বর্তমান চেয়ারম্যান আ. ওদুদ মিয়া, বিএনপি’র মুজিব নগর সভাপতি মো.ছাবের আহম্মেদ মিয়া। নজরুল নগরে আ‘লীগের বর্তমান চেয়ারম্যান মো.রুহুল আমীন বিএনপির নজরুল নগর সাধারন সম্পাদক মো.গজনবী হাওলাদার।হাজারীগঞ্জে আ’লীগ সভাপতি মো.সেলিম হাওলাদার বিএনপির হাজারীগঞ্জের শ্রমিক দলের সভাপতি মো.শাহীন আলম।এ ছাড়াও দ্বিতীয় ধাপে ৩১ মার্চ চরফ্যাশন উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে রয়েছে নুরাবাদ, আমিনাবাদ, আবদুল্লাহপুর, ওচমানগঞ্জ ও আবু বক্করপুর। এ ৫টি ইউনিয়নের মনোয়নয়নের জন্যে প্রার্থীদের দৌঁড়ঝাপ শুরু হয়ে গেছে।



মন্তব্য চালু নেই