ভোট দিতে পারছেন না খালেদা জিয়া

সিটি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

২৮ এপ্রিল ঢাকা সিটি (উত্তর ও দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। খালেদা জিয়া ঢাকার ভোটার হলেও তিনি ভোট দিতে পারছেন না। কারণ ঢাকা ক্যান্টনমেন্ট সিটি করপোরেশনের মধ্যে পড়ে না।

গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে রবিবার বিকেলে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আপনি সিটি নির্বাচনে কোন কেন্দ্রে ভোট দিচ্ছেন জানতে চাইলে খালেদা জিয়া বলেন, ‘না, আমি সিটি করপোরেশনের মধ্যে পড়ছি না। আমি এখনো ক্যান্টনমেন্টের ভোটার। ক্যান্টনমেন্ট সিটি করপোরেশনের মধ্যে পড়ে না।’



মন্তব্য চালু নেই