ভোটার না পেলেও সন্তুষ্ট সিইসি

দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনের ভোট বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। রাজধানী ঢাকার ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

আগারগাঁওয়ের তালতলা কলোনির স্কুলে গিয়ে কোনো ভোটার পাননি তিনি। কেন্দ্রটি পরিদর্শনকালে সিইসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ভোটগ্রহণের পরিবেশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

আজীমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রও পরিদর্শন করেছেন সিইসি। জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জেলা পরিষদ নির্বাচনে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।



মন্তব্য চালু নেই