ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে যাত্রীরা : সেতুমন্ত্রী

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে কোন প্রকার ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে যাত্রীরা। তারা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে এরজন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর অন্যতম বাস টার্মিনাল গাবতলী পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদ উপলক্ষে এবার যাত্রীদের কোন ভোগান্তি পোহাতে হবে না। স্বস্তিতেই তারা বাড়ি যেতে পারবে। তা ছাড়া সড়ক-মহাসড়কে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। রাস্তার অবস্থাও মোটামুটি ভালো আছে।

অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাত্রীদের আমি জিজ্ঞাসা করেছি তারা কোনো অভিযোগ আমার কাছে করেনি। তবে যদি বেশি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া যায় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’



মন্তব্য চালু নেই