ভূমিকম্পে ফের কাঁপল নেপাল

গত বছরের ২৫ এপ্রিলের স্মৃতি উস্কে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। সামান্য কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরবঙ্গেও। বুধবার স্থানীয় সময় দুপুর ৩ টা ১০ নাগাদ কেঁপে উঠল নেপালের কোদারি এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৯। নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, গত বছর ২৫ এপ্রিলের তীব্র কম্পনের আফটার শক এদিনের ভূমিকম্প।

কম্পনের এপিসেন্টার ছিল সিন্ধুপালচক। এদিনের কম্পনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিছু বাড়িতে হাল্কা ফাটল দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভয়ে বহু মানুষ রাস্তায় নেমে পড়ে। ২৫ এপ্রিলের পর থেকে এই নিয়ে ৪৩৫ টি আফটার শকে কাঁপল নেপাল। প্রত্যেকটি কম্পনই রিখটার স্কেলে তীব্রতা ৪-এর বেশি।



মন্তব্য চালু নেই