ভূমিকম্পে ঐতিহাসিক ধারারা টাওয়ার ধস : আটকা পড়েছে ৫০

নেপালে শনিবার সকালে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়েছে দেশটির ঐতিহাসিক দ্য ধারারা টাওয়ার। এতে ভবনের নিচে অন্তত ৫০ জন আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে ভূমিকম্পের সময় ৯ তলাবিশিষ্ট ঐতিহাসিক ওই ভবনটিতে কতজন লোক ছিল তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। এ পর্যন্ত ভবনের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী ভিমসেন থাপা ১৮৩২ সালে ওই টাওয়ারটি নির্মাণ করেন। এ জন্য টাওয়ারটির অপর নাম ভিমসেন টাওয়ার। তৎকালীন রাণী ললিত ত্রিপুরা সুন্দরীর নির্দেশে তিনি ওই টাওয়ার নির্মাণ করেন।

মোঘল ও ইউরোপিয়ান স্টাইলে নির্মিত ওই ভবনটি ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করা হতো। সামরিক উদ্দেশ্যেই ভবনটি নির্মাণ করা হয়েছিল, যা দেখতে মিনার আকৃতির। সূত্র : রয়টার্স/ইউকিপিডিয়া।



মন্তব্য চালু নেই