ভূঞাপুর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

টাঙ্গাইলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহষ্পতিবার পালিত হয়েছে ভূঞাপুর পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১সালে ৮অক্টোবর মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার খন্দকার হাবিবুর রহমানের নেতৃত্বে প্রায় ৫শ মুক্তিযোদ্ধা ভূঞাপুরকে পাকহানাদার মুক্ত করতে চারদিক থেকে আক্রমন চালায়। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমনে হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে ১০৮জন রাজাকার। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। দিনটি ভূঞাপুরবাসীর নিকট যেমন আনন্দ ও গর্বের তেমনি বেদনারও বটে। ওই দিন সম্মুখ যুদ্ধে শহীদ হন স্থানীয় ছাব্বিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন ও অমর করে রাখার জন্য মুক্তিযুদ্ধ গবেষনা পরিষদ, ভূঞাপুরের পক্ষ থেকে সকাল ১০টায় ছাব্বিশাস্থ শহীদ কদ্দুসের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং আলোচনাসভার আয়োজন করা হয়। ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষনা পরিষদের সভাপতি কোম্পানী কমান্ডার খন্দকার হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম. এ মজিদ মিঞা, ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার ও মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক শফিউদ্দিন তালুকদার প্রমুখ।


মন্তব্য চালু নেই