ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের তিন সদস্য আটক

ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠান গোল্ড স্টার অ্যাপায়ারেন্সে অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর বিজয়নগর এলাকার স্কাই লার্জ পয়েন্ট ভবনের নবম তলায় মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিরাজ হোসেন তুষার (২৭), জেনারেল ম্যানেজার (জিএম) শহিদুল আলম (২৮) ও কর্তকর্তা এবিএম সুবর্ণা (২১)।

তাদের প্রত্যেকের ১ বছরের জেল ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন, র‌্যাব-৩ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

জানা যায়, ভুয়া চাকুরিদাতা প্রতিষ্ঠান গোল্ড স্টার অ্যাপায়ারেন্স দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষকে চাকরি দেওয়ার নামে টাকা-পয়সা নিয়ে প্রতারণা করে আসছিল।

তারা দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে জনসাধারণের কাছ থেকে বিপুল অংকের টাকা হতিয়ে নেয়।



মন্তব্য চালু নেই