ভুল থেকে শিখছে মেসিরা

দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডকে কোনো রকমে হারালেও সেই ম্যাচে অনেক ভুল ছিল মেসিদের। আর তা মেনে নিয়ে আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলা সেগুলো সংশোধন করে নিচ্ছেন। শনিবার বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে শিষ্যদের সবকিছু শুধরিয়ে নিতেও বলেছেন।
এবারের বিশ্বকাপে টফ ফেভারিট আর্জেন্টিনা, এতে কোনো সন্দেহ নেই। তবে নীল-সাদা দলটিকে তেমন পাত্তা দিচ্ছেন না বেলজিয়াম কোচ মার্স উইলমটস। তার মতে মেসিরা এবার ভারসাম্যহীন। অবশ্য তা একেবারেই উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
লিওনেল মেসি বলেন, ‘আমরা সত্যিই ভাগ্যবান। আমাদের সঙ্গে ভাগ্য রয়েছে। সুতরাং যে কোনো প্রতিদ্বন্দ্বীর তুলনায় আমরা এগিয়ে। তাই শেষ চারে ঠিকই আমরা পৌঁছে যাবো। প্রত্যেকের মতো আমিও সেই স্বপ্নের দিকেই তাকিয়ে।’
তবে গত ম্যাচ সম্পর্কে তিনি বলেন, ‘আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। গোল হওয়ার আগে ভাবছিলাম, যদি একটা ভুল হয়ে যায় তাহলেই আমরা বিশ্বকাপ থেকে ছিটকে যাবো। সত্যি বলতে কি, পেনাল্টি হোক তা আমি কখনো চাইনি। তবে বারবারই এমন ঘটনার মুখোমুখি হতে হবেই।’
এখন দেখা যাক মেসি দলকে নিয়ে বেলজিয়াম দেয়াল টপকাতে পারেন কি না।



মন্তব্য চালু নেই