ভুল ইনজেকশনে স্কুল ছাত্রের মৃত্যু

রাজধানী ঢাকার বনশ্রী এলাকায় ভুল ইনজেকশন পুশ করায় আবু মোয়াজ্জেম হোসেন অমি (৯) নামে ঢাকা ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

অমির বাবার নাম আবু জামাল। বাসা বি/৯৫ দক্ষিণ বনশ্রী, রামপুরা।

অমির মা সুমি হায়দায় জানান, গত কয়েকদিন ধরে তার ছেলে জ্বরে ভুগছিল। আজ শনিবার তাকে রামপুরা আবির ড্রাগ হাউজে ডা. সাইফ উদ্দিনকে দেখিয়ে ব্যবস্থাপত্র করিয়ে আনেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী এলাকার মোল্লা ফার্মেসি থেকে একটি ইনজেকশন কিনে কম্পাউন্ডারকে দিয়ে অমির শরীরে পুশ করাতে গেলে ইনজেকশনের শিশিটি ওই কম্পাউন্ডারের হাত থেকে মেঝেতে পড়ে ভেঙে যায়। এ সময় অন্য একটি শিশি থেকে বাড়তি ইনজেকশন নিয়ে অমির শরীরে পুশ করেন কম্পাউন্ডার। কিন্তু ইনজেকশনটি পুশ করার কিছুক্ষণের মধ্যে অমি জ্ঞান হারিয়ে ফেলে। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



মন্তব্য চালু নেই