ভুলের চোরাবালিতে বিএনপির আন্দোলন : যোগাযোগমন্ত্রী

‘দেশে বিদ্যুৎ আছে, দ্রব্যমূল্যের দামও ঠিক আছে। সুতরাং বিএনপির আন্দোলন করার কোনো সুযোগ নাই। বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে ডুবে গেছে। জনগণ যে আন্দোলনে নেই জনমতের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে বিএনপি আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়বো এটা হলো আন্দোলনের অভিজ্ঞতা, বিএনপির আন্দোলন এখন হতাশার আবর্তে ঘুরপাক খাচ্ছে।
শনিবার বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নেতাকর্মীদের চাঁদাবাজি না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার পক্ষ থেকে আমি বলতে চাই, বঙ্গবন্ধুর নামে, ১৫ আগস্টের নামে, শোকের মাসের নামে চাঁদাবাজি সহ্য করা হবেনা।’

তিনি আরো বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, কেউ যদি চাঁদাবাজি করে আপনারা আমাদের পার্টি অফিসে খবর দেবেন, থানায় খবর দিবেন, এই চাদাঁবাজি কোথাও সহ্য করা হবেনা।’

বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই