ভুলেও গামছা-গেঞ্জি সেলাই করবেন না

একটা কথা মাথায় রাখবেন ব্যবহার করা গামছা কোনও কারণে ছিঁড়ে গেলে তা সেলাই করা নৈব নৈব চ ৷ নেহাৎ সংস্কার বলে ভাববেন না এর পিছনেও অর্থনৈতিক কারণ আছে ৷ ব্যবহার করার জন্য গামছা বা গেঞ্জির উপর চাপ পড়ে৷ এমনিতেই গামছা বা গেঞ্জির দাম অন্যান্য জিনিসের তুলনায় কম ফলে ছিঁড়ে গেলে ওগুলির অবস্থা ভাল থাকে না৷ সেক্ষেত্রে সুতো দিয়ে সেলাই করতে গেলে তা আদৌ টেকশই হয় না৷ অর্থাৎ ব্যবহারকারীর দিক থেকে তা করা মানে শ্রম এবং সময় উভয়ই নষ্ট হয়? অন্যদিকে এভাবে ছেড়া গামছা এবং গেঞ্জি সেলাই করার অর্থ বাজারে এই দুটি জিনিসের চাহিদা কমে যাওয়া ৷ সেক্ষেত্রে চাহিদা কমলে গামছা গেঞ্জির বিক্রেতারা অথবা গরীর তাঁতীরা মার খাবে তাদের ঘরের দারিদ্র নেমে আসবে৷ সেই যুক্তিই কাজ করেছে এই সংস্কারের পিছনে৷



মন্তব্য চালু নেই