ভুমিকম্পে কাঁপলো গোটা দেশ

ভ‍ূূমিকম্পে কাঁপলো গোটা দেশ। দুপুর সোয়া ১২টার দিকে এই কম্পন অনুভূত হয়। মিনিট খানেক স্থায়ী থাকে সে কম্পন। ইউএস জিএস’র তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫।

এই ভূমিকম্পের উৎপত্তি হয় নেপালের পোখারার কাছে। নিমিষেই তা ভারত ও বাংলাদেশজুড়ে ছড়িয়ে যায়। ভারত ও নেপালেও ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫।

দেশের সকল জেলা থেকে ভূমিকম্পের খবর আসছে। অনেকেই বাসাবাড়ি থেকে বের হয়ে বাইরে অবস্থান নেন।

এদিকে রাজধানীর তেজগাঁওয়ে একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। বরিশাল প্লাজা নামে ৫ তলা একটি ভবন হেলে পড়েছে বঙ্গবাজার মার্কেটে। যাত্রাবাড়ীতেও দু’টি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

এছাড়া নয়াপল্টনে গাজী ভবন ও শাহজাদপুরের ইউআইটিএস ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।



মন্তব্য চালু নেই