ভুতুড়ে কায়দায় বিক্রি হয়ে গেল আস্ত ২টি গ্রাম !

জালিয়াতি করে জমি বিক্রির কথা প্রায়ই শোনা যায়। কিন্তু জালিয়াতি করে আস্ত ২টি গ্রাম বিক্রি করে দেয়া হয়েছে এমন ঘটনা হয়তোবা এর আগে কেউ শুনেনি। এমনই ঘটনা ঘটেছে ভারতে।

বারাকপুর দু’নম্বর ব্লকের যুগবেড়িয়া ও মুড়াগাছা গ্রাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া এ দুটি গ্রামই বিক্রি হয়ে গিয়েছে। কয়েক মাস ধরে গ্রামের বিঘের পর বিঘে জমি বিক্রি করে দিয়েছেন কেউ বা কারা। আপাত দৃষ্টিতে দেখলে একেবারে ভুতুড়ে কাণ্ড।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ। কয়েকজন গ্রামবাসী স্পিড পোস্টে ডায়েরির ছেঁড়া পাতা পান। প্রথমে আমল দেননি কেউই। তারপরেই আসে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের চিঠি।

তাতে জমি মিউটেশনের জন্য তলব। তা দেখে তাজ্জব হয়ে যান গ্রামবাসীরা। জমি তো তারা বিক্রি করেননি। তাহলে কে বিক্রি করল জমি?

শুধু বসত বাড়ির জমি বা চাষের জমিই নয়। গ্রামের পঞ্চায়েত অফিস, অবৈতনিক স্কুল, মন্দির, ক্লাবও বিক্রি হয়ে গেছে। এমনকি বিক্রি হয়ে গেছে গ্রামের রাস্তাও।

তথ্যসূত্র: জিনিউজ



মন্তব্য চালু নেই