ভিলেন চরিত্রে অভিনয় করবেন স্টিফেন হকিং

জেমস বন্ড ছবিতে অভিনয় করতে চান পদার্থবিদ, গণিতজ্ঞ স্টিফেন হকিং। তার হুইল চেয়ার ও কম্পিউটারে সৃষ্ট কণ্ঠস্বর তাকে দিয়েছে ভিন্ন এক মাত্রিকতা। ভিলেন হতে হলে এমন কণ্ঠের যথেষ্ট কদর আছে। তাই তিনি মনে করেন স্টার ট্রেক বা অন্যান্য সায়েন্স ফিকশন ছবিতে তাকে ভিলেন হিসেবে ব্যবহার করলে তা আলাদা এক মাত্রিকতা এনে দেবে। তার শারীরিক যে অক্ষমতা রয়েছে তা সায়েন্স ফিকশন ছবিতে ভিলেন হওয়ার জন্য খুবই উপযোগী, যিনি চেয়ারে বসে নিয়ন্ত্রণ করবেন তার সাম্রাজ্য। এর আগে ‘দ্য সিম্পসন’ ছবিতে তার এনিমেশন ব্যবহার করা হয়েছে। ‘মন্টি পাইথন’ সিরিজে তিনি সরাসরি অংশ নিয়েছেন। পিংক ফ্লোয়েড ট্র্যাকে তিনি তার কণ্ঠ ধার দিয়েছেন। তিনি বিশ্বের অত্যন্ত সুপরিচিত এক পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিদ, লেখক, লেকচারার। এতে যেন তার মন ভরছে না আর। এবার তাই তিনি সিনেমায় অভিনয় করতে চান। জানুয়ারিতে প্রকাশিতব্য ‘উইয়ার্ড’ ম্যাগাজিনকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তাতে তিনি বলেছেন, জেমস বন্ড ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করতে চান। ৭২ বছর বয়সী স্টিফেন হকিং বলেন, ভিলেন হওয়ার জন্য আমার হুইল চেয়ার ও কম্পিউটারে সৃষ্ট শব্দ এক্ষেত্রে উপযুক্ত হবে।



মন্তব্য চালু নেই