‘ভিক্ষুকমুক্ত কিশোরগঞ্জ’ নামে কিশোরগঞ্জে ওয়েব সাইট উদ্বোধন

কিশোরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ভিক্ষুকমুক্ত কিশোরগঞ্জ নামে একটি ওয়েব সাইট উদ্বোধন ও উপজেলার ইউনিয়ন ভূমি অফিসে কম্পিউটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২ টায় উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ওয়েব সাইট উদ্বোধন ও কম্পিউটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ বেগম নীলুফার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান। কিশোরগঞ্জ উপজেলার ভিক্ষুকমুক্ত হওয়ার পরিকল্পনা ও বাস্তবায়ন কাহিনী, স্বাস্থ্য, শিক্ষা, বাল্য বিবাহ, জন্মনিবন্ধন, স্যানিটেশন, নিরাপদ পানিসহ সকল উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা ও তা তুলে ধরার জন্য (http://www.beggarfreekishoreganj.com) নামে ওয়েব সাইট গতকাল বৃহস্পতিবার চালু করা হয়েছে। দুপুরে ল্যাপটপের বোতাম চাপ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ বেগম নীলুফার আহমেদ ওয়েব সাইটটির উদ্বোধন করেন। এসময় উপজেলার ৯টি ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রমের গতিশীল করার লক্ষে উপজেলা প্রশাসনের অর্থায়নে কম্পিউটার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন একসেস টু ইনফরমেশন প্রকল্পের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীগণ, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক প্রমূখ।



মন্তব্য চালু নেই